মায়ানমারের সাথে যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ !? চীন বিরোধী নতুন মার্কিন-ভারত-বাংলাদেশ জোট?!

রাজনীতিতে, বিশেষত আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতিতে, “শেষ কথা“ বলে কিছু নেই। কাল যেটা কল্পনাতীত ছিল, আজ সেটা কঠিন সত্য বলে প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশের হাসিনা সরকার ও দক্ষিন এশিয়ায় আমরা বেশ কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈদেশিক নীতি দেখে আসছিলাম, তার একটা বিরাট পরিবর্তন ঘটেছে বলে এখন প্রতীয়মান। আমরা সবাই যেটা ধরে নিয়েছিলাম যে হাসিনার অবৈধ সরকারের মানবাধিকার, গণতন্ত্র, ও শ্রমিক অধিকার লংঘণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচন্ড অসন্তুষ্ট। ২০২১ সালের ১০ ই ডিসেম্বর আইন বহির্ভূত হত্যার জন্য সাতজন সিনিয়র পুলিশ অফিসারের বিরুদধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রায় সবাইকে হাসিনার প্রতি যুক্তরাষ্ট্রের আরো কঠোর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশান্বিত করে। কিন্ত এখন দেখা যাচ্ছে ভারত মহা সাগরে চীনের আধিপত্য ক্ষুন্ন করার জন্য যুক্তরাষ্ট্র হাসিনাকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে মিলে চীন বিরোধী জোটে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। মনে হচ্ছে হাসিনাকে এখন প্রচণ্ড চীনপনথী মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত করছে। বিনিময়ে আমেরিকা হাসিনার অবৈধ সরকারকে উচ্ছেদের জন্য কিছু করবে না, এটাই মনে হয় মার্কিন-ভারত-বাংলাদেশ নিয়ে একটা নতুন চীন বিরোধী জোটের সূত্রপাত করবে। এখনও এ ব্যাপারে শেষ কথা বলার সময় আসেনি। কেননা রাজনীতিতে/আন্তর্জাতিক সম্পর্কে কোন শেষ কথা নেই।আমার বিশ্বাস আমেরিকাই হাসিনাকে এবার ক্ষমতায় বসিয়েছে চীনের বিরুদ্ধে যাবার শর্তে তাকে রাজি করিয়ে! তাকে all out sanctions এর হুমকি দিয়ে blackmail করেছে আমেরিকা। #বাইডেন #গ্যাসবিভ্রাট #আওয়ামীলীগ #বিএ&#
Back to Top