How Did Bilal (RA) Get Paradise? Abdur Razzak Bin Yousuf | Nasir Media
How Did Bilal (RA) Get Paradise? Abdur Razzak Bin Yousuf | Nasir Media
যে আমলে হযরত বেলাল প্রিয় নবীর আগে জান্নাতে গেলেন!
হযরত বেলাল (রাদিয়াল্লাহু আনহু) মসজিদে নববীর মুয়াজ্জিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে বেলাল (রাদিয়াল্লাহু আনহু) কে তার বিশেষ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এ কারণে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে হযরত বেলাল জান্নাতে প্রবেশ করেন।
হযরত বেলালের বিশেষ সময় বর্ণনাকারী হাদীসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হযরত বেলালের দুটি বিশেষ আমল ছিল সহজ সরল। এ পর্যবেক্ষণের মাধ্যমে মুসলিম উম্মাহ সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসে এসেছে:-
“হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদাহ তাঁর পিতার কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদিন সকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন-
‘হে বেলাল! কি এমন কাজ করে তুমি জান্নাতে আমার আগে চলে গেলে? আমি গত রাতে (স্বপ্নে) জান্নাতে প্রবেশ করলে তোমার (পায়চারির/জুতার) শব্দ আমার সামনে থেকে শুনতে পেলাম!’
বেলাল (রাদিয়াল্লাহু আনহু) বললেন, ‘হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
* আমি যখনই আজান দিয়েছি, তখনই ২ রাকাআত নামাজ পড়েছি।
* আর যখনই আমি অপবিত্র হয়েছি তখনই আমি সঙ্গে সঙ্গে অজু করে নিয়েছি।
এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘এ কাজের জন্যই। (জান্নাতে আমার আগে আগে তোমার শব্দ শুনলাম)। (ইবনে খুজায়মা, সহিহ তারগিব)“
উল্লেখিত হাদিসের আলোকে বুঝা যায়, মুমিন ব্যক্তির ওজু ছুটে গেলে পুনরায় ওজু করা এবং আজানের পর মসজিদে গিয়ে ২ রাকাআত নামাজ আদায়ে অনেক ফজি
1 view
1830
643
1 month ago 00:04:14 1
Paramore: Decode [OFFICIAL VIDEO]
1 month ago 00:03:04 1
Arena Of Valor Hack - How to Get Unlimited Vouchers! iOS Android